ষ্টাফরিপোর্টার:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর কবুতর বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার ভোররাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাজারে আগুনের সূত্রপাত হয়। নৈশপ্রহরীদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো.বেলাল হোসেন বলেন,খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page