ষ্টাফরিপোর্টার:কর্মকর্তা-কর্মচারীদের আট দফা দাবি আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীন।আজ সোমবার দুপুরে আন্দোলনের চতুর্থ দিনে তিনি পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়। আজ বেলা সোয়া একটার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ জসিম উদ্দীনকে পদ থেকে অব্যাহতি দেওয়াসহ আট দফা দাবিতে আজ সোমবার সকাল ১০টা থেকে চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেন তাঁরা। কর্মবিরতি চলাকালে আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি জানানো হয়েছে। এ ছাড়া তাঁদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আট দফা দাবিতে ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রথম দুই দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ সকালে চতুর্থ দিনের মতো শহীদ মিনার চত্বরে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীন দায়িত্ব থেকে অব্যাহতি, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী পদে মুক্তিযুদ্ধের সপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন রেজিস্ট্রার নিয়োগ, কর্মচারীদের সমিতি/ইউনিয়ন অনুমোদন, সাত দিনের মধ্যে মাস্টাররোল ও চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করা এবং সদ্য স্থায়ী করা কর্মচারীদের আপগ্রেডেশন নিশ্চিত করা।
দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, বিষয়টি সম্পর্কে উপাচার্য ভালো বলতে পারবেন। তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ উদ্দিন পলাশ বলেন, তাঁদের আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দীন পদত্যাগ করেছেন। এ ছাড়া তাঁদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার কথা জানিয়েছেন উপাচার্য মো. দিদার-উল-আলম। উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা আন্দোলন আপাতত স্থগিত করেছেন। দাবি বাস্তবায়নের প্রক্রিয়া দেখে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালী
-
Featured
-
Featured
-
Featured
-
- লক্ষ্মীপুর
- ফেনী
- প্রবাসে বৃহত্তর নোয়াখালী
- মতামত
- আরও
Select Page