হাতিয়া প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারের একটি মুদি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুন নবী বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন বলেন, রাতে চানন্দী ইউনিয়নের বাংলাবাজারে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।