ষ্টাফরিপোর্টার
নোয়াখালীর চাটখিলে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক তরুণ মারা গেছে। নিহত মো. তারেক (২০) উপজেলার বক্তারপুর হাজি বাড়ির অটোরিকশা চালক শামসুল আলমের ছেলে।
রবিবার রাতে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে তারেক ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার পথে অন্ধকারে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে। পরে স্থানীয়রা এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি।